অগ্রবাণী ডেস্ক | ০৯ জুন ২০১৭ | ১১:৫০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের কয়েকটি গ্রামে বিষধর সাপের উপদ্রব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সাপের কামড়ে মৃত্যু হয়েছে তিনজনের। তারা হলেন- ভুলবাড়িয়া গ্রামের মুন্নু মোল্লা (৩৭), রামদিয়া গ্রামের সোহাগ গাজী (১৮) ও কুমারিয়া গ্রামের ইয়াছিন (৫)।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইকবাল জানিয়েছেন, এ উপজেলার কয়েকটি গ্রামে গত এক সপ্তাহে তিনজনের মৃত্যু ছাড়াও অর্ধশতাধিক মানুষ সাপের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
এসব গ্রামে গিয়ে মানুষের মধ্যে সাপের আতংক দেখা গেছে। সাপের ভয়ে অনেকেই রাতে ঘর থেকে বের হচ্ছে না। এমনকি বাড়িতেও সবসময় দুঃশ্চিন্তায় থাকছেন।
চিকিৎসক মো. ইকবাল বলছেন, “বিচরণক্ষেত্র ও খাদ্যসংকটের কারণে সাপ লোকালয়ে চলে আসছে।
“এ কারণে উপজেলার কয়েকটি গ্রামে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে প্রায়ই সাপে কাটা রোগী ভর্তি হচ্ছে।”