আজকের অগ্রবাণী ডেস্ক: | ২৭ মার্চ ২০১৭ | ১১:৩৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে সাপের কামড়ে কালু বেপারী (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালু বেপারী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নুরুল কান্দি গ্রামের কাদের বেপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, ভেন্নাবাড়ী গ্রামের একটি বেসরকারী এনজিও (বিসিএএস)-এর অফিসের একটি পুকুর পাড়ে কাজ করছিল শ্রমিক কালু বেপারী। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। স্থানীয়রা তাকে ওঝার কাছে নিয়ে যায়। কিছু সময় পর সেখানেই তার মৃত্যু হয়।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফরিদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাপে কামড় দেওয়ার পর তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে গেলে সে অনেকটা সুস্থ্য হয়। পরে বাড়িতে নিয়ে আসার পরে সে মারা যায়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |