
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৯ জুন ২০২২ | প্রিন্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাপের ছোবলে শাহাদাৎ শেখ নামে এক প্রেস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) ভোর সাড়ে ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শাহাদাৎ শেখ কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের পিংগলিয়া দক্ষিণপাড়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি কাশিয়ানী বাজারে আব্দুর রহিম অফসেট প্রেসের মালিক।
শাহাদাৎ শেখের চাচাতো ভাই শেখ তারিকুল ইসলাম সুমন জানান, মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় শাহাদৎকে বিষধর সাপ ছোবল দেয়। রাতেই তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৩:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুন ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar