নিজস্ব প্রতিবেদক: | ২৪ আগস্ট ২০১৭ | ১১:৪৯ অপরাহ্ণ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় হার্ট ফাউন্ডেশনের অনুকুলে আরেকটি শাখা গোপালগঞ্জে খোলার উদ্দেশ্যে কাজ শুরু হয়েছে।
জানাগেছে, সরকারি অনুমোদন সহ প্রয়োজনীয় কর্মসম্পাদন শেষে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে অধ্যাপক ডাঃশরফুদ্দিন আহমেদকে প্রসিডেন্ট, ডাঃ আবেদ হাসানকে সেক্রেটারি, ডাঃকামাল হোসোনকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
এ উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক গত কিছুদিন পূর্বে গোপালগঞ্জ সফর করে যাওয়ার পরেই কাজের এ অগ্রগতির খবর জানা গেলো।
আন্তর্জাতিক মানের এ হাসপাল থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ। স্বল্প খরচে ভর্তি ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।
সূত্র জানিয়েছে, যোগাযোগের সু ব্যবস্থা, অনুসন্ধান কেন্দ্র, বহিঃবিভাগ, পর্যাপ্ত ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, অপারেশন ব্যবস্থা, ভি আই পি কেবিন, কেবিন, ওয়ার্ড, এম্বুলেন্স, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স-ব্রাদার, গরীব রোগীর বিনামূল্যে সেবা, যথাসম্ভব ঔষধ প্রদান, অগ্নিনির্বাপক ইউনিট, গাড়ি পার্কিং, অভিযোগ কেন্দ্র, এটি এম বুথ দ্বারা সমৃদ্ধ থাকবে
এ হাসপাতাল।
হাসপাতালটি চালু হলে দক্ষিণ বাংলার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে বলে ধারনা করা হচ্ছে।