
ডেস্ক | রবিবার, ১৫ মার্চ ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জে ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরও ২২ ব্যক্তিতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে মোট ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
রোববার দুপুরে খোঁজ পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে। তারা ইতালি, চীনসহ মোট ১২টি দেশ থেকে দেশে ফিরেছেন।
গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেয়া হয়। পরে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। ৩৩ ব্যক্তির মধ্যে কাশিয়ানী উপজেলায় ১৩ জন, কোটালীপাড়া উপজেলায় ৭ জন, সদর উপজেলায় ৬ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন এবং মুকসুদপুর উপজেলায় ৩ জন রয়েছেন।
তিনি আরও জানান, তারা ইতালি, চীন, সিংগাপুর, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, বাহারাইন, ব্রুনাই ও লেবাননসহ ১২টি দেশ থেকে সম্প্রতি দেশে এসেছেন। তবে তারা সুস্থ্য আছেন এবং তারা এখনো করোনাভাইরাসে আক্রান্ত হননি।
স্বাস্থ্য কর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।
Posted ১০:০১ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar