মোঃ সেলিম রেজা: | ২৪ আগস্ট ২০১৭ | ৭:২৩ অপরাহ্ণ
গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ যুবলীগ কর্মী কর্তৃক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে তিনি সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের পাঁচুড়িয়ায় তার বাসার সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে রাজনৈতিক ভাবে ছোট করতে যুবলীগের এক কর্মী ফেসবুকে মন্তব্য করেন। বিষয়টি জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আজমকে ফোনে জানাই। ঘটনাটি সমাধানের জন্য তার বাসায় যেতে বলে। আমি তার বাসার সামনে যাওয়া মাত্র কিছু সন্ত্রাসী আমার উপর হামলা করে। এ ঘটনার পর যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগষ্ট মাসের উপর শ্রদ্ধা রেখে ঘটনাটি দ্রুত সমাধান করি। কিন্তু কোন এক নেতার ইন্ধনে আমার বিরুদ্ধে সোসাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজম এর সাথে কথা হলে তিনি যা বলেন, তা জাতির জনকের শাহাদাৎ বার্ষীকীর উপর শ্রদ্ধা রেখে এ বিষয়ে কোন মন্তব্য করতে পারছি না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ সভাপতি রিয়াদ মোল্লা, শেখ রাসেল, মোজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক শাহ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান জামাল, প্রচার সম্পাদক রাজু খান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা।