নিজস্ব প্রতিবেদক | ২৯ জুন ২০১৮ | ১২:৩৮ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ পৌরসভা ২০১৮-২০১৯ অর্থ বছরের ১৫০ কোটি ৮৭ লক্ষ ৫১ হাজার ১১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হল রুমে ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে পৌর মেয়র কাজী লিয়াকত আলী এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় দেখানো হয়েছে ১৫১ কোটি ২৭ লক্ষ ৩১ হাজার ১৩৮ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১৫০ কোটি ৮৭ লক্ষ ৫১ হাজার ১১৪ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৯ লক্ষ ৮০ হাজার ২৪ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, কমিশনারবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।