
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি গোপালগঞ্জ-১ বাসীবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফারুক খান এমপি বলেছেন, বিশ্বব্যাপী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হবে। সকলের মাঝে জাগবে প্রাণের নতুন স্পন্দন।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন বছর সবার জীবনের সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে দিবে এবং বয়ে আনবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ২০২০ সালে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেশের জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হয়ে ওঠবে।
পরিশেষে, তিনি গোপালগঞ্জ-১ বাসীর সফলতা ও মঙ্গল কামনা করেছেন।
Posted ১২:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar