এম এ রউফ খান | ১৮ এপ্রিল ২০১৭ | ২:৫১ অপরাহ্ণ
গ্রামীণফোন কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবত গ্রামীনফোনে কর্মরত শ্রমিকের উপর জুলুম নির্যাতনসহ বিগত ৪ (চার) বছর বাৎসরিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট), ওভার টাইম, বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে বিভিন্ন ভাবে হয়রানিমূলক কর্মকান্ড করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ইংরেজী ৩০ নভেম্বর ২০১৬ তারিখে শ্রমিকদের পক্ষথেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ন্ত্রিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন আধিদপ্তরে লিখিত আভিযোগ দেওয়া হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন আধিদপ্তর শ্রমিকদের অভিযোগ আমলে নিয়ে শ্রমিক পক্ষ ও গ্রামীনফোন কর্তৃপক্ষ উভয় পক্ষকে নিয়ে একাধিক বার সমঝতার চেষ্টা চালায়। যাহার স্বারক নং – ৪০. ০১. ৮০. ০০. ১০২. ০৬০০৫১৬-২৩(৩) এবং ৪০. ০১. ০০. ০০. ১০২. ০৬০০৫১২, ১৯২.।
গ্রামীনফোন কর্তৃপক্ষ কলকারখানা আধিদপ্তরের নিকট থেকে বার বার সময় নিয়েও শ্রমিকদের উল্লেখিত বিষয় গুলি সমাধান করছেনা। গ্রামীনফোন কর্তৃপক্ষ কার্যত সময় নিয়ে ও নানা ভাবে শ্রমিক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন আধিদপ্তরের সাথে প্রতারনা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন আধিদপ্তরের গ্রামীন ফোন লিঃ কে বেধে দেয়া সময় শেষ হচ্ছে আগামী ২২ এপ্রিল। এই সময়ে মধ্যে শ্রমিকদের উল্লেখিত বিষয় গুলি সমাধান করা নাহলে প্রধানমন্ত্রী বরারব লিখিত
আভিযোগ সহ কঠোর আন্দোলন করা হবে বলে হুসিয়ারি দেয় গ্রামীনফোন শ্রমিক নের্তৃবৃন্দ।