
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | প্রিন্ট
বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মজনু মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে শেরপুর থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পর রাতেই তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
মজনু মিয়া রাজাপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আরশেদ চৌকিদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাজার করার জন্য বাড়ি থেকে বের হন। বাড়িতে গৃহবধূ ও তার শিশু সন্তান ছিল। একপর্যায়ে শিশু সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন ওই নারী। বেলা ১২ টার দিকে মজনু ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন।
ঘরে ঢুকে মজনু গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে গৃহবধূর ঘুম ভেঙে যায়। এরপরই তাকে ধর্ষণ করেন মজনু। ধর্ষণ শেষে ওই নারীকে বিভিন্ন ভয় দেখিয়ে ঘর থেকে বের হয়ে যান মজনু। পরে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে ঘটনার বিষয়ে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী রাতেই শেরপুর থানায় ধর্ষণ মামলা করা হয়।
শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় মজনুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ৪:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ আগস্ট ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar