
ডেস্ক রিপোর্ট | শনিবার, ২১ মে ২০২২ | প্রিন্ট
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন হারবাংয়ের লালব্রীজ এলাকায় গাড়িচাপায় প্রাণ গেছে পথচারী মনির আহমদের (৭০)।
ওই গাড়িটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমানের বলে নিশ্চিৎ করেছেন চিরিংগা হাইওয়ে থানার এসআই মোরশেদ আলম ভুঁইয়া।
শনিবার সকাল ১০টার দিকে বান্দরবানের লামা যাওয়ার পথে হারবাংয়ের লালব্রীজ এলাকায় হাবিবুর রহমানের গাড়িটি পথচারী মনির আহমদকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। মনিরকে ধাক্কা দিয়ে গাড়িটি উল্টে যায়। মনির ঘটনাস্থলেই নিহত হন।
যুগ্ম সচিব হাবিবুর রহমানে ওতার গাড়ি চালাক মোহাম্মদ হাসানকে আহত অবস্থায় প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাঈমা নাসরিন সমকালকে জানান, তারা দুজনেই শঙ্কামুক্ত।
দুর্ঘটনায় নিহত পথচারী মনির আহমদ (৭০) সাতকানিয়া উপজেলার আবুল খায়েরের ছেলে।
মোরশেদ আলম ভুঁইয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুগ্ম সচিবের গাড়ি ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Posted ৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar