অনলাইন ডেস্ক | ২১ জুলাই ২০১৭ | ৯:৪৫ পূর্বাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ব্যাপক বৃষ্টির পর পাহাড় ধসে একই পরিবারের দুই শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী বিবি ফাতেমা ও তার ছেলে মো. ইউনূস এবং মো. জাহিরের স্ত্রী রাবেয়া এবং তাদের দুই মেয়ে সাত বছর বয়সী সামিয়া ও দুই বছর বয়সী লামিয়া।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার এএসআই তাজুল ইসলাম ।
তিনি জানান, শুক্রবার ভোর ৪টার দিকে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।