
ডেস্ক | শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | প্রিন্ট
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকা থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৩ মার্চ) ভোরে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা অভিযান চালিয়ে একটি ইঞ্জিন-চালিত নৌকায় থাকা ইয়াবাগুলো জব্দ করেন।
কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশনস) মো. সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন-চালিত নৌকা থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। নৌকাটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। নৌকার মালিক ও ইয়াবা পাচারকারীদের পরিচয় নির্ণয়ের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
Posted ৯:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar