অনলাইন ডেস্ক | ১৭ মে ২০১৭ | ৮:২৩ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাঁ ফকিরের মাজার সংলগ্ন মুছার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলেন- প্রবাসী মোহাম্মদ হারুণের পাঁচ বছর বয়সী মেয়ে সেহের ও সনম এবং তার ভাই মোহাম্মদ ফারুকের মেয়ে আনজু (৪)। এরা একই পরিবারের সদস্য এবং সম্পর্কে চাচাতো বোন বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, “দুপুরে খাবারের পর তিনজনই খেলছিল। এরপর তাদের খোঁজাখুজি শুরু হলে বাড়ি সংলগ্ন পুকুরে তাদের ভাসতে দেখা যায়। ”
তিনজনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।