
| মঙ্গলবার, ২৯ জুন ২০২১ | প্রিন্ট
নগরীর ষোল শহর ২ নম্বর গেইট এলাকায় ফ্লাইওভারে প্রবেশ মুখে ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে পিকআপে থাকা মো. পরান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরান নগরীর সদরঘাট থানা এলাকার মো. মাহবুবের ছেলে। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় মালবাহী পিকআপ ভ্যানের উপরে ছিল মো. পরান। ফ্লাইওভারে প্রবেশ মুখে গেইট ব্রেকারের সঙ্গে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পথচারীদের সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
ajkerograbani.com | faroque
.
.
Archive Calendar