অনলাইন ডেস্ক | ০৪ আগস্ট ২০১৭ | ৯:৫১ অপরাহ্ণ
প্রথমে শোনা গিয়েছিল তিনি দলের সঙ্গে অনুশীলন করতে চট্টগ্রামে যাচ্ছেন না। এরপর শোনা গেল তিনি যাচ্ছেন। স্কোয়াডেও নাম দেখা গেল জাতীয় ওয়ানডে দলনেতা মাশরাফি বিন মুর্তজার। কিন্তু শেষ পর্যন্ত দলের সঙ্গে বন্দরনগরীতে যাননি টাইগার ক্যাপ্টেন। আজ শুক্রবার দুপুরে সবাই চলে গেলেও রাজধানীতে একাই অনুশীলন চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছেন ম্যাশ।
ইনজুরিতে জর্জরিত মাশরাফি অনেকদিন ধরেই টেস্ট ক্রিকেট খেলেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ উপলক্ষেই মূলতঃ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের এই সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প। এখানে আগামী ৯ আগস্ট বুধবার একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। বিসিবি সূত্রে প্রথমে শোনা গিয়েছিল, এই প্রস্তুতি ম্যাচ ছাড়া বাকী সময় দলের সঙ্গে অনুশীলন করবেন ম্যাশ। তারপর কেন যাওয়া হলো না?
গতকাল বৃহস্পতিবার ‘সেরা বাঙালি’ পুরস্কার নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরেন ম্যাশ। এরপর তিনি চট্টগ্রাম মিশন নিয়ে কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা করেন।
কোচের সঙ্গে আলোচনা করেই তিনি ঢাকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। আগামী ১২ আগস্ট জাতীয় দলের ঢাকা ফেরার কথা আছে। এই কয়দিন সাদা বলে ঢাকাতেই অনুশীলন চালিয়ে যাবেন লড়াকু ক্যাপ্টেন।