
| শনিবার, ০৩ জুলাই ২০২১ | প্রিন্ট
চট্টগ্রাম নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ তুলাতলি এলাকায় বার বছর বয়সী পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
শিশুটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাসা থেকে পাশের একটি পাহাড়ে নিয়ে ধর্ষণ করে কয়েক জন যুবক। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। মেয়েটির মা পোশাক কারখানায় কাজ করেন।
ঘটনার সময় তিনি কারখানায় ছিলেন। পুলিশ জানিয়েছে নির্যাতনের বিষয়টি এলাকাবাসী জানার পরে ৯৯৯-এ কল দেয়। পরে পুলিশ মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নগর পুলিশের বায়েজিদ জোনের সহকারী কমিশনার (এসি) মো. শাহ আলম বলেন, ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে, থানা সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- আলাউদ্দিন, শাকিল ও শফি।
Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar