অগ্রবাণী ডেস্ক: | ০৯ মার্চ ২০১৭ | ৮:৪২ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের জানালা ও টেলিফোন মেরামতের দাবিতে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের কক্ষে তালা ঝুলিয়েছে ছাত্রলীগ চবি শাখার উপ-প্রচার সম্পাদক এস এম রাসেল সিদ্দিকীসহ কয়েকজন নেতাকর্মী। আজ বৃহস্পতিবার মধ্যরাতে তারা তালা ঝুলিয়ে দেয়। এসএম রাসেল সিদ্দিকী বলেন, আমানত হলের লাইনফোন নষ্ট, পানি থাকে না, জানালা ও টয়লেটের অবস্থা বেহাল। তাই ক্ষুব্ধ হয়ে আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। এর সমাধান না হওয়া পর্যবন্ত তালা খুলব না।
আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, তারা যে অভিযোগে তালা ঝুলিয়েছে সেটি সঠিক নয়। টেলিফোন সচল আছে। হলের জানাল ও টয়লেট সংস্কারে জন্য ইতোমধ্যে আমি উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |