
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৮ জুন ২০২২ | প্রিন্ট
নারায়ণগঞ্জে নাছির নামের কমিউনিটি পুলিশের এক সদস্যকে তুলে নিয়ে মারধর করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে চাষাড়া থেকে মাসদাইর এলাকায় তুলে নিয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করা হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আটকরা হলেন- লালমনিরহাট সদর থানার ফাতান্ডারি এলাকার শহিদুলের ছেলে ও ফতুল্লা মডেল থানার জামতলার খোকনের ভাড়াটিয়া মিঠু (২০), মোফাজ্জলের ছেলে ও ফতুল্লা থানার জামতলার রব মিয়ার ভাড়াটিয়া জনি (১৮) ও একই থানা এলাকার আবুল কালামের ছেলে জহিরুল (২৩)।
স্থানীয়রা জানায়, চাষাড়ার প্রধান সড়কে পুলিশের হয়ে কাজ করছিলেন কমিউনিটি পুলিশের সদস্য নাছির ট্রাফিক। শহরের ভেতরে যেন অটোরিকশা বা ইজিবাইক প্রবেশ করতে না পারে এবং যানজট নিরসনে তিনি কাজ করছিলেন। দুপুরে একটি অটোরিকশায় করে আসা ৪-৫ জন যুবক তাকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে মাসদাইর গুদারাঘাট সংলগ্ন দেওয়াল ঘেরা ভূইয়ার বাড়ির ভেতরে নিয়ে যান।
সেখানে নিয়ে গিয়ে নাছিরকে কাঠের টুকরো ও ইট দিয়ে আঘাত করে আহত করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাছিরকে উদ্ধার ও তিনজনকে আটক করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সবুজ ও রমজান নামের আরো দুই যুবক। আটক যুবকরা জানান, তারা সবাই অটোরিকশা চালক। তারা জামতলার নজরুলের গ্যারেজের অটোরিকশা ভাড়া নিয়ে চালিয়ে আসছিলেন। কমিউনিটি পুলিশের সদস্য নাছির মঙ্গলবার সকালে চাষাড়া এলাকায় তাদের চারটি রিকশার চাকা পাংচার করে দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা তাকে মারধর করেছেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় নাছিরকে উদ্ধার করে এবং তিনজনকে আটক করে। একইসঙ্গে একটি অটোরিকশাও হেফাজতে নেয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের (অ্যাডমিন) টিআই করিম বলেন, যানজট নিরসন এবং অটোরিকশা-ইজিবাইক যেন শহরে প্রবেশ করতে না পারে সেসব বিষয়ে কমিউনিটি পুলিশের সদস্য নাছির আমাদের হয়ে কাজ করছিলেন। দুপুরে নাছির চাষাড়া রেলস্টেশন সংলগ্ন একটি রেস্তোরাঁয় নাস্তা করছিলেন। এ সময় ৪-৫ জন যুবক তাকে টেনেহিঁচড়ে রেস্তোরাঁ থেকে বের করে মাসদাইর এলাকায় নিয়ে যান। সেখানে নিয়ে তাকে প্রচণ্ড মারধর করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় তিনজকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুন ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar