
| সোমবার, ০১ মার্চ ২০২১ | প্রিন্ট
নোয়াখালীর চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে চার ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় লক্ষাধিক টাকার নকল ওষুধ। একই সঙ্গে নূর আলম নামের একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা। অভিযানে সহযোগিতা করেন ওষুধ অধিদফতরের সহকারী পরিচালক মাকসুদুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকায় কিউর ফার্মাসিউটিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কোনো প্রকার লাইসেন্স ছাড়া ওষুধ তৈরি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে ওই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও নকল ওষুধ জব্দ করা হয়।
পরে চাটখিল বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে সোলেমান ফার্মেসিকে ১০ হাজার, বাংলাদেশ ফার্মেসিকে ১৫ হাজার, প্রভাতী মেডিকেল হলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অবৈধভাবে ওষুধ তৈরি এবং বিক্রির অপরাধে রোমান হারবাল নামের এক প্রতিষ্ঠানের পরিচালক নূর আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০১ মার্চ ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar