
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট
গরিব, দুস্থ ও অসহায় লোকজনের জন্য বরাদ্দকৃত চাল ওজনে কম দেওয়ায় ধরা খেয়েছে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আসাদ মোল্লাহ।
সোমবার দুপুরে ৩০ কেজি চাল দেওয়ার জায়গায় ২৫ কেজি চাল দেওয়ায় স্থানীয়দের হাতে ধরা পড়ে। সে দীর্ঘদিন ধরে ওজনে চাল কম দিয়ে আসছিলো বলে তার বিরুদ্ধে অভিযোগ করে স্থানীয়রা।
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, ২মাসের কারাদণ্ড এবং ১০,০০০(বিশ হাজার) টাকা জরিমানা অনাদায় আরো ২০দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
Posted ১:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar