
ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ মে ২০২২ | প্রিন্ট
দক্ষিণখানের সোনারখোলার পিঙ্ক সিটি সংলগ্ন এলাকা। আশপাশে অনেক নির্মাণাধীন বাড়ি। রয়েছে সীমানা প্রাচীরে ঘেরা দেওয়া ছোট ছোট প্লটও। এখনও নগরায়ণের পুরোপুরি ছোঁয়া না লাগায় চারপাশ বেশ সুনসান। গত শুক্রবার দুপুরে ওই এলাকার বাসিন্দা বেল্লাল হোসেন গরু চরাতে সেখানে যান। হঠাৎ তিনি একটি প্লটের ঝোপের ভেতর থেকে শব্দ শুনতে পান। একটু এগিয়ে দেখতে পান এক বীভৎস দৃশ্য। তিন ব্যক্তি এক তরুণীর ওপর বর্বরতা চালাচ্ছে। বুঝতে পারেন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। চিৎকার দেন বেল্লাল। এরপর আশপাশের অনেকে এগিয়ে আসেন।
লোকজন দেখে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এর পরই দ্রুত জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেন বেল্লাল। মিনিট দশেকের মধ্যে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- মারুফ ইসলাম, বিল্লাল মিয়া ও মো. রাকিব। উদ্ধার করা হয় তরুণীকেও। এর পরই বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই তরুণী ইশারা ও অভিব্যক্তিতে বুঝিয়ে দেন তাঁর ওপর তিনজনের পৈশাচিকতার ঘটনা। বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের নাম-পরিচয় কিছু জানাতে পারেননি।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar