অনলাইন ডেস্ক | ২০ জুন ২০১৮ | ২:৫৮ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিল জু অ্যান্ড গার্ডেনস চিড়িয়াখানা থেকে পালিয়েছে সাবেক কিংবদন্তী পপস্টার মাইকেল জ্যাকসনের হাতি। মাইকেল জ্যাকসন জীবীত থাকার সময় আলী নামের হাতিটি তার তত্ত্বাবধানে ছিল। সোমবার এ ঘটনা ঘটে।
হাতির খাঁচা ছেড়ে পালিয়ে যাওয়ার এ খবর জ্যাকসনভিল জু অ্যান্ড গার্ডেনসের ফেসবুক পেজে জানানো হয়েছে। চিড়িয়াখান কর্তৃপক্ষ মজা করে ফেসবুকে লিখেছেন, ‘একটি হাতিকে তার জন্য নির্ধারিত জায়গার বাইরে দেখলে আপনি কী করবেন? তাকে তাড়িয়ে তার নিজের জায়গায় ফেরত পাঠাবেন।’
সোমবার ভুলক্রমে আলীর খাঁচার দরজা খোলা রাখা হয়। এ সুযোগে সে খাঁচা ছেড়ে পালিয়ে যায়। তবে চিড়িয়াখান কর্তৃপক্ষ বলছে, চিড়িয়াখানার দর্শণার্থীরা এ ঘটনায় নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়নি। দর্শণার্থীদের জন্য সব ধরনের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
পালিয়ে যাওয়ার ২০ মিনিটের মধ্যেই তাকে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ফেসবুক পোস্টের নিচে একজন মন্তব্য করেছে ‘কী সাবলীল অপরাধী!’
মাইকেল জ্যাকসনের তত্ত্বাবধান থেকে ১৯৯৭ সালে আলীকে জ্যাকসভিল চিড়িয়াখানায় আনা হয়। প্রয়াত এ পপস্টারের নিজের ব্যাক্তিগত চিড়িয়াখানা ছিল যেখানে বাঘ, শিম্পাঞ্জিসহ বহু প্রাণী ছিল।