
| বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | প্রিন্ট
করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে আগামী ৮ জুন ঢাকায় পৌঁছাবে চীনের একটি মেডিকেল বিশেষজ্ঞ দল।
বুধবার (৩ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকায় চীন দূতাবাস।
এতে বলা হয়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।
এই সময়ে তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ।
গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে করোনা মোকাবিলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শেখ হাসিনা বিষয়টিতে রাজি হন। দুপক্ষের আগ্রহের ভিত্তিতে চীনের প্রতিনিধি দলটি বাংলাদেশে আসছে।
Posted ৬:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar