অগ্রবাণী ডেস্ক | ১১ আগস্ট ২০১৭ | ১১:২৫ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার মধ্যরাতে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সানজি প্রদেশে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছে ও আহত ১৩ জন।
চীনের দক্ষিণাপশ্চিমাঞ্চলের চেংদু থেকে বাসটি লুয়াং যাচ্ছিল। যাত্রীবাহী বাসটির সাথে টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
চীনে এমন দুর্ঘটনা প্রায়ই হয়ে থাকে। এর আগে গত ৩ মার্চ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিমেন্টভর্তি একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছিল।