অগ্রবাণী ডেস্ক | ০১ এপ্রিল ২০১৭ | ১:১৭ অপরাহ্ণ
চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে দাড়ি রাখা ও হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। স্থানীয় সময় শনিবার থেকে সরকার এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরুর ঘোষণা দিয়েছে। এই প্রদেশে প্রায় এক কোটি মুসলিম বসবাস করে। খবর বিবিসির।
নতুন এই নিষেধাজ্ঞাকে চীন সরকার ‘ইসলামী চরমপন্থা’র বিরুদ্ধে প্রচারণা হিসেবে আখ্যায়িত করেছে।
এই আইনের আওতায় কোনো মুসলিম বড় দাড়ি রাখতে পারবে না। জনসমাগমস্থলে হিজাব পরা যাবে না। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন দেখার বিষয়ে অস্বীকৃতি জানানো যাবে না।
এছাড়া প্রদেশটিতে আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
১. পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেয়া বা হস্তক্ষেপ করা যাবে না।
২. মুখ ঢেকে যায় এমন কোনো পোশাক পরা বা পরতে বাধ্য করা যাবে না।
৩. দাড়ি রাখা ও অস্বাভাবিক নাম রাখার মাধ্যমে ধর্মীয় গোঁড়ামি উসকে দেয়া যাবে না।
৪. রাষ্ট্রীয় শিক্ষা নিতে শিশুদের বাধা দেয়া বা হস্তক্ষেপ করা যাবে না।
৫. চরমপন্থী ধ্যান-ধারণার সমর্থন ও প্রচার করা যাবে না।
৬. চরমপন্থী বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো প্রবন্ধ, অডিও বা ভিডিও ডাউনলোড ও প্রকাশ করা যাবে না।
৭.শুধুমাত্র নিজ ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই বিয়ে সীমাবদ্ধ রাখতে হবে।
৮. রাজ্য সরকারের প্রচারিত রেডিও ও টেলিভিশন অনুষ্ঠানের সঙ্গে সম্পর্ক আছে এমন পণ্য বা সেবা বর্জন করা।
-এলএস