
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
করোনাকে জয় করা চীনে ফের বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। দেশটিতে গত পাঁচ মাসের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার দেশটিতে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ২৩। বুধবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সর্বশেষ গত ৩০ জানুয়ারি সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছিল। মঙ্গলবার শনাক্ত হওয়াদের মধ্যে ১৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এর সবগুলো ইউনান প্রদেশের রুইলি শহরের, যেটি মিয়ানমার সীমান্তে অবস্থিত। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের গণহারে করোনা শনাক্ত পরীক্ষা করার পর আক্রান্তের এই সংখ্যা জানা গেছে। আক্রান্তদের মধ্যে চীন ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। সংক্রমণের বিস্তার ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।
Posted ১১:১০ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar