আজকের অগ্রবাণী ডেস্ক | ০৯ আগস্ট ২০১৭ | ১২:২৫ অপরাহ্ণ
চীনে রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধীক।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ১৯ মিনিটে (বাংলাদেশ সময় ৭টা ১৯ মিনিট) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।
চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) এক বিবৃতির বরাতে এ খবর জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
সিইএনসির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রের অবস্থান ছিল ৩৩ দশকি ২ ডিগ্রি অক্ষাংশ এবং ১০৩ দশমিক ৮২ ডিগ্রি দ্রাঘিমাংশ। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার অভ্যন্তরে। এতে ২৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিবৃতিতে বলা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে ওই একই প্রদেশে শক্তিশালী ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।