অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর ২০১৭ | ১০:১১ অপরাহ্ণ
ফাঁকা বাড়িতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল ৪৬ বছর বয়সী এক চোর। সে ওই বাড়িতে চুরি করতে গিয়ে বাড়ির ফ্রিজে থাকা ‘পাই’ আর চিপস খেয়ে ঘুমিয়ে পড়ে। বাড়ির মালিক এসে দেখতে পান অচেনা এক ব্যক্তি বিছানায় ঘুমিয়ে আছে। পরে পুলিশকে খবর দেন তিনি।
ঘটনা ঘটেছে উত্তর স্কটল্যান্ডের কোর্টব্রিজে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে করসওয়াল স্ট্রিটের একটি বাড়িতে তালা ভেঙে ভেতরে ঢোকে চোর। এ সময় বাড়িতে কেউ ছিল না।
বাড়িতে ঢুকেই সে ফ্রিজের দিকে নজর দেয়। ফ্রিজভর্তি খাবার দেখে সে আর লোভ সামলাতে পারেনি। বিভিন্ন খাবারের মধ্য থেকে ‘পাই’ ও চিপস খায়। এর পরই সে গভীর ঘুমে ঢলে পড়ে।
পুলিশের জেরায় স্বীকার করেছে, সে চুরি করার উদ্দেশেই বাড়িতে ঢুকেছিল। কিন্তু খুব ক্লান্ত থাকায় সে বিছানায় ঘুমিয়ে পড়ে।