
মশিউর রহমান মোমিন, নিজস্ব প্রতিবেদকঃ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনায় ভয় ও বিচলিত না হয়ে সর্বদা সচেতন থাকার জন্য স্কুল, কলেজে গিয়ে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ।
গতকাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সজলের নেতৃত্বে শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা, জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পার্টি অফিস এবং সরকারি আজিজুল হক কলেজে গিয়ে এই সচেতনতা কর্মসূচী পালন করা হয়।
এসময় মিনহাজুল ইসলাম সজল করোনাভাইরাস থেকে মুক্তির উপায় গুলো উপস্থাপন করে বলেন, করোনা ভাইরাসে ভয়ের কিছু নেই। আমাদের দেশের আবহাওয়া ও তাপমাত্রায় এই রোগ বেশি ছড়াতে পারবে না।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে প্রতিটা জেলা, উপজেলায় করোনা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহন করেছে।
উল্লেখ্য এসময় বগুড়া শহর ও জেলা শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১২:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar