নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল ২০১৯ | ১২:৪৮ অপরাহ্ণ
এক বছর হয়ে গেছে ছাত্রলীগের এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয় সাধারণত সর্মনিম্ন ২৭১ জন থেকে সর্বোচ্চ ৩০১ জনের। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২ জনের নাম চূড়ান্ত করেছেন। এই ৪২ জনের নাম যেকোনো সময় ঘোষণা করা হবে।
এর মধ্যে গোপালগঞ্জের তিনজনের নাম রয়েছে। তারা হলেন, ১. সায়েম খান, ২. আমিনুল ইসলাম বুলবুল, ৩. মহিউদ্দিন।
প্রধানমন্ত্রী এটা অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তিনদিনের সফরে ব্রুনেই যাচ্ছেন। তিনি সেখান থেকে দেশে ফেরার পর বাকি নামগুলো নিয়ে কাজ করবেন বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সুত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এর আগে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে কমিটি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা ঐক্যমত্যে আসতে পারেননি। এজন্য প্রধানমন্ত্রী নিজের তার নিজস্ব টিম দিয়ে এই ৪২ জনের নাম চূড়ান্ত করেছেন বলে জানা গেছে। যারা এখন পর্যন্ত ছাত্রলীগের কমিটিতে নিশ্চিত জায়গা পেয়েছেন।