অনলাইন ডেস্ক | ০১ এপ্রিল ২০১৭ | ৮:৪২ পূর্বাহ্ণ
গতকাল শুক্রবার রাতে ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ দুইজনেকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। আটকৃত শিক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র মাহবুব আলম। অন্যজন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র পিয়াস চৌধুরী। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুবসহ ৫-৬ জন রমনা কালীমন্দির এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পারভেজকে মারধর করে মানিব্যাগ ও ব্যবহৃত মোবাইলফোন নিয়ে যায়। পরে পারভেজ এ ঘটনা কর্তব্যরত পুলিশকে জানালে পুলিশ মাহবুব ও পিয়াসকে আটক করে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, ছিনতাইয়ের অভিযোগে আটক দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।