
ডেস্ক | রবিবার, ০৮ মার্চ ২০২০ | প্রিন্ট
বগুড়ার শাজাহানপুর উপজেলায় গোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হাকিমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে উপজেলার বেড়াগাড়ী এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হাকিম উপজেলার গোহাইল ইউনিয়নের বেড়াগাড়ী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে।
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু জানান, আবদুল হাকিম রাতে খাদাসহাট থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বেড়াগাড়ী এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে নিহতের স্বজনরা স্থানীয় এক ব্যক্তিকে খুনি বলে সন্দেহ করছেন। ঘটনার তদন্ত চলছে।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar