[bangla_day] [english_date] | [bangla_date]

ছেলের বয়সী প্রেমিক দেবশ্রীর

ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | প্রিন্ট  

ছেলের বয়সী প্রেমিক দেবশ্রীর

কলকাতার সিনেমার একজন সফল অভিনেত্রী দেবশ্রী রায় । প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং রাষ্ট্রীয় পুরস্কারসহ মোট ৪০টি অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। তিনি শুধু অভিনেত্রীই নন, একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বও। অনেক বছর ধরেই পর্দার আড়ালে আছেন এই অভিনেত্রী।
নতুন খবর হলো বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরতে চলেছেন এই নায়িকা। সম্প্রতি নাম লেখিয়েছেন ‘তুমি কি সেই?’ নামের একটি ছবিতে। পরিচালক অনুপ সেনগুপ্তের পরিচালনায় এই সিনেমিায় অভিনয় করবেন তিনি। ভালোবাসার গল্পের এই ছতে দেবশ্রী রায়ের নায়ক হচ্ছেন কলকাতার তরুণ নায়ক বনি সেনগুপ্ত।
চমক এখানেই শোনা যাচ্ছে, এই ছবিতে দেবশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে বনিকে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে এই ছবি। ছবির নাম নাকি নিজেই ঠিক করে দিয়েছেন দেবশ্রী। ২০১৭ সালে রেশমি মিত্রের পরিচালনায় ‘হঠাৎ দেখা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। ৩ বছর পর ফিরছেন নতুন চমক নিয়ে।
জানা গেছে, ঝাড়খন্ড ও রামোজি ফিল্ম সিটিতে হবে ‘তুমি কি সেই?’ সিনেমার শুটিং।


Posted ২:৩৭ পিএম | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement