অগ্রবাণী ডেস্ক | ০৩ মার্চ ২০১৭ | ১:০১ পূর্বাহ্ণ
মৃত্যুর পর অমিতাভ বচ্চনের দুই সন্তান অভিষেক বচ্চন ও শ্বেতা নন্দা, দুজনেই তাদের বাবার সম্পত্তির সমান ভাগ পাবেন। সোশ্যাল সাইটে জানিয়ে দিলেন অমিতাভ বচ্চন।
তবে তিনি যেহেতু অমিতাভ বচ্চন তাই একটু অভিনবভাবে জানালেন সে বার্তা। টুইটারে প্ল্যাকার্ড হাতে নিজের ছবি পোস্ট করলেন। তাতে লেখা, ‘যখন মারা যাব, যা ছেড়ে যাব, সব যেন দুই ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। ’ সঙ্গে হ্যাশট্যাগ— #উইআরইক্যুয়াল, #জেন্ডারইক্যুয়ালিটি।
গত বছর মার্কিন পত্রিকা ফোর্বসের বিচারে, সারা দুনিয়ার অভিনেতাদের আয়ের হিসাবে ১৮ নম্বরে ছিলেন অমিতাভ। তার রোজগার ২ কোটি মার্কিন ডলার। অমিতাভ যদিও টাকা–পয়সা নিয়ে চিন্তিত নন। ৭৪ বছর বয়সেও কাজ করতে পারছেন, এজন্য নিজেকে ভাগ্যবান মনে করেন।
এলএস/অগ্রবাণী