অনলাইন ডেস্ক | ২৭ অক্টোবর ২০১৭ | ৭:৩৩ অপরাহ্ণ
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে ছোট ভাইয়ের চড়ের আঘাতে বড় ভাই শহিদ আলী (৫০) মারা গেছেন। নিহত শহিদ আলী ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জমি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায় ছোট ভাই সাইফুল ইসলাম বড় ভাই শহিদ আলীকে চড় মারে।
চড়ের আঘাতে শহিদ আলী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, হামলার কারণে মারার যাওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।
তদন্ত শেষে মারা যাওয়ার কারণ বলা যাবে।