অনলাইন ডেস্ক | ২০ জুলাই ২০১৮ | ৫:২৮ পূর্বাহ্ণ
চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী সব সময় সিনেমা নিয়ে নতুন নতুন সুখবর জানান। কিন্তু এবার হয়েছে ব্যতিক্রম। উচ্ছ্বাস প্রকাশ করে বুবলী জানালেন, তার একমাত্র ছোটভাই জাহিদ হাসান আকাশ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীন রাজউক উত্তরা মডেল কলেজের বাণিজ্য বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে ‘জিপি ৫’ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
যার ফলে এই নায়িকার পরিবারে এখন অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। খবরটি জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ছোটভাই রাজউক উত্তরা মডেল কলেজ থেকে (এইচএসসি)-তে ‘জিপিএ ৫’ পেয়েছে। তোমার জন্য গর্বিত ভাইয়া। সবাই তার জন্য দোয়া করবেন।’
ভাইয়ের প্রসঙ্গ তুলে বুবলী বলেন, আমার ভাই আকাশের সঙ্গে বোন হিসেবে যেমন ফ্রেন্ডলি, তেমনি লেখাপড়ার কড়া শাসন করেছি। শুধু আমি না, আমরা তিন বোন কখনও তাকে ভাইয়া ছাড়া নাম ধরে ডাকিনি। সে ‘জিপিএ ৫’ পেয়েছে জেনে যে আমি কত খুশী হয়েছি বলে বোঝাতে পারবো না।
বুবলী জানান, একমাত্র ভাইয়ের রেজাল্ট নিয়ে গতরাত থেকে অনেক চিন্তিত ছিলেন তিনি। কারণ, এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্ন ছিল তুলনামূলক কঠিন। তার ‘এ প্লাস’ পাওয়ার খবরটা জেনেই মাথা থেকে অনেক বড় একটা চাপ নেমে গেছে। সবার কাছে বুবলী তার ভাই আকাশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।