অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর ২০১৭ | ৮:২৫ অপরাহ্ণ
দেশে জঙ্গিবাদ ভারত থেকে আমদানি হয়েছিল বলে দাবি করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ শনিবার দুপুরে রাজশাহী পুলিশ লাইনস স্কুল মাঠে মহানগর পুলিশ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন। পুলিশিং কমিউনিটি দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
র্যাব মহাপরিচালক বলেন, ‘একসময় দেখা যায় যে, এই পশ্চিম বাংলার সন্ত্রাসবাদী আন্দোলন বাংলাদেশে প্রবেশ করে। আমাদের কিন্তু ১৯৭৫ সাল পর্যন্ত এই সমস্যা পীড়া দিয়েছে। তার মানে কি? জঙ্গিবাদ আমাদের দেশের না, এটা বিজাতীয়, সেটা বলতে চাই আমি। তার মানে এটা তখন ইমপোর্টেট হয়েছিল ফ্রম ইন্ডিয়া (ভারত থেকে আমদানি হয়েছিল)। আবার যখন আশির দশকে আফগান প্রবলেম তৈরি হলো, তখন বাংলাদেশ থেকে অনেকে গেল আফগানদের পক্ষে যুদ্ধ করার জন্য। তারা ফিরে এসে ৯০-এর দশকে শুরু করল হুজি (জঙ্গি সংগঠন)। আবার যখন জেএমবি পয়দা হলো, রাজশাহী অঞ্চলে শুরু হয়েছিল প্রথম এটা। তার যে গুরু শায়খ আবদুর রহমান, হি ওয়াজ ফ্রম মদিনা ইউনিভার্সিটি (তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েন)। তার মানে উনি এটা মিডল ইস্ট (মধ্যপ্রাচ্য) থেকে আমদানি করেছিলেন। এটা কিন্তু আমার দেশের কোনো বিষয় না।’
বেনজীর আরো বলেন, ‘গত বছরের ১ জুলাই ঢাকার বিয়োগাত্মক ঘটনার মধ্য দিয়ে সাম্প্রতিকতম জঙ্গিবাদের উন্মেষ ঘটে, তখন পশ্চিমা অনেক দেশ মনে করেছিল এই গ্যাড়াকল থেকে বাংলাদেশ হয়তো সহজে বের হতে পারবে না। কিন্তু বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে স্বল্পতম সময়ের মধ্যেই আমরা জঙ্গিবাদকে প্রায় নিশ্চিহ্ন করতে পেরেছি।’
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা ও আয়েন উদ্দিন, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন বক্তব্য দেন।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যাব মহাপরিচালকের নেতৃত্বে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের সামনে থেকে বের হয়ে তা পুলিশ লাইনস স্কুল মাঠে গিয়ে শেষ হয়।