
জবি প্রতিনিধি | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। সমাবর্তন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।
এবারের সমাবর্তনে অংশগ্রহণ করছে প্রায় ১৯ হাজার গ্রাজুয়েট। এজন্য সমাবর্তন স্থলের বাড়তি চাপ কমাতে গ্রাজুয়েটদের সমাবর্তন স্থলে ঢোকার জন্য নির্দিষ্ট সময় সূচি বেধে দিয়েছে প্রশাশন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় আগামীকাল(১১জানুয়ারি) সকাল ৮টা থেকে সকাল ১০.৩০ এর মধ্যে সমাবর্তন স্থল ধুপখোলা মাঠে প্রবেশ করতে হবে আগত গ্রাজুয়েটদের। এর পরবর্তীতে কোনভাবেই কেউ প্রবেশ করতে পারবেন না।
এছাড়াও সমাবর্তনে প্রবেশের সময় আগত গ্রাজুয়েটদের আমন্ত্রণপত্রটি সঙ্গে আনতে হবে। প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র আনতে হবে। মোবাইল ফোন, হ্যান্ডব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ছাতা ও পানির বোতল বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar