| ২০ জানুয়ারি ২০২১ | ৬:০৯ অপরাহ্ণ
কক্সবাজার সদরের ইসলামাবাদে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় চরপাড়া রাবার ড্যাম এলাকায় জমির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)। সে জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের পুত্র আবুল কালাম (৩৫) এর সাথে তাদের ঝগড়া হয়।
তাতে প্রতিপক্ষের কুপাঘাতে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি।
তবে অভিযান চলছে বলে জানান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আবদুল হালিম। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি।
ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।
আজিজুল হকের দাবি নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেয় আবুল কালাম।