অনলাইন ডেস্ক: | ০৭ জুলাই ২০১৭ | ৬:২৩ অপরাহ্ণ
বিরাট কোহলির বৃহস্পতি যেন তুঙ্গে। সেঞ্চুরিতে শচীন টেন্ডুলকারকে টপকে গেছেন তিনি। এবার জানা গেল বেশ জমে উঠেছে তার রেস্তোরাঁ ব্যবসা।
ক্রিকেটার বা শোবিজ সেলিব্রেটিদের অনেকেই এখন রেস্তোরাঁ ব্যবসায় ঝুঁকছেন। আর এ তালিকা থেকে বাদ পড়েননি ভারত অধিনায়ক বিরাট কোহলিও। তিনি ‘নুয়েভা’ নামে রেস্তোরাঁ খুলেছেন দিল্লিতে। তার রেস্তোরাঁতে সবসময় ভিড় লেগেই থাকে। কোহলির ভক্তরা এমনিই আসেন এখানে। অন্যরাও আসেন। ব্যবসার এমন রমরমা অবস্থায় বেশ খুশি বিরাট।
এমন ভিড়ের কারণ এ রেস্তোরাঁয় সেরা শেফদের নিয়োগ দেয়া হয়েছে। রেস্তোরাঁর ভিতরের পরিবেশ মনোরম হওয়ার কারণে এখানে বহু মানুষ প্রতিদিন খেতে আসেন। রেস্তোরাঁটির সুসজ্জিত ডাইনিং হল, বার কাউন্টার নজর কাড়ে।
রেস্তোরাঁর পানীয়র তালিকায় নজর পড়লেই অবাক হতে পারেন। এত কিছু! যার সবগুলোই স্বাদে অতুলনীয়। এর মধ্যে কিউ মেলন ও বয়া বেসো অন্যতম।
এশিয়ান ও আফ্রিকান ফুড ‘নুয়েভা’র অন্যতম আকর্ষণ। এছাড়াও স্পেন, ইতালি, পর্তুগালের নানা রকম খাবার নিয়ে রেস্তোরাঁর শেফরা মাঝেমধ্যেই এক্সপেরিমেন্ট করে থাকেন।