
নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ | প্রিন্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের পদ নিয়ে গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সমন জারি করা হয়।
গত ১১ এপ্রিল ঢাকা সিনিয়র সহকারী জজ মো. জুলফিকার হোসেইন রনির ২য় আদালতে বাদী হয়ে দেওয়ানি মামলাটি করেন জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বৃহস্পতিবার মামলাটি আমলে নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।
মামলা কার্যক্রমে শুনানিতে অংশগ্রহণ করেন- অ্যাডভোকেট মো. আলী হোসেন, অ্যাডভোকেট মো. তানবির উল আলম, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন আল আজাদ, অ্যাডভোকেট মো. শামিম মিয়া, অ্যাডভোকেট শাহিনা সুলতানা প্রমুখ।
কেন অবৈধ চেয়ারম্যান ঘোষণা করা হবে না- এ মর্মে গোলাম মোহাম্মদ কাদের এমপির বিরুদ্বে হাইকোর্টে এ বিষয়ে রিট রয়েছে।
এ বিষয়ে জাপা কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া বলেন, আমরা দেওয়ানি মামলার মাধ্যমে জিএম কাদেরের সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত চেয়েছি। উচ্চ আদালত হাইকোর্টের রিট পিটিশনের নিষ্পত্তি না করে রাজনৈতিক বা জাতীয় পার্টির আদেশ, বহিষ্কার, মিটিং, কোনোটাই করতে পারেন না। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জেলায় প্রায় ১০ থেকে ১৫টি মামলা হয়েছে। আরও ১০ থেকে ১২টি মামলা প্রক্রিয়াধীন।
Posted ১০:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar