আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ প্রতিনিধি | ১৫ আগস্ট ২০১৭ | ১১:২৫ অপরাহ্ণ
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি পালন করেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্তরে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
র্যালিতে জেলা ছাত্রলীগের সভাপতি, শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক, রানা হামিদ সহ কেসি কলেজ ছত্রিলীগ, সিটি কলেজ ছাত্রলীগ, এটিআই ছাত্রলীগ, পলিটেকনিক ছাত্রলীগ, ভেটেরিনারি ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেয়।