ডেস্ক | ১৫ জুলাই ২০১৮ | ১১:২৭ অপরাহ্ণ
শুধু এই সোনালি ট্রফি নয়, চ্যাম্পিয়ন হলে আছে ৩৮ মিলিয়ন ডলারের প্রাইজমানি!
কী ভাবছেন, লড়াইটা শুধু ৬ কেজি ওজনের সোনার ট্রফিটার জন্য? ট্রফি তো আছেই, সঙ্গে অর্থযোগও থাকছে। আজ ফ্রান্সের হাতে সোনালি ট্রফির সঙ্গে ৩৮ মিলিয়ন ডলারের (প্রায় ৩১৮ কোটি টাকা) একটি চেকও উঠবে। রানার্সআপ পাবে ২৮ মিলিয়ন ডলার (প্রায় ২৩৪ কোটি টাকা)।
বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরেনি বাকি ৩০ দলের কোনোটিই। তৃতীয় হওয়া হ্যাজার্ড-লুকাকুদের বেলজিয়াম পাবে ২৪ মিলিয়ন ডলার বা ২০১ কোটি ৬ লাখ টাকা। চতুর্থ দল ইংল্যান্ডের ভান্ডারে যাবে ২২ মিলিয়ন ডলার বা ১৮৪ কোটি ৩০ লাখ টাকা। কোয়ার্টার ফাইনালিস্ট প্রতিটি দলের জন্যই বরাদ্দ ১৬ মিলিয়ন ডলার, দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে এর অর্ধেক। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রতিটি দলের জন্যই থাকছে ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ৪০০ মিলিয়ন ডলারের প্রাইজমানি বিশ্বকাপের
কোন দল কত প্রাইজমানি পাচ্ছেঃ
★ চ্যাম্পিয়ন
৩১৮ কোটি ৩৪ লাখ টাকা
★রানার্সআপ
২৩৪ কোটি ৫৭ লাখ টাকা
★তৃতীয়
২০১ কোটি ৬ লাখ টাকা
★চতুর্থ
১৮৪ কোটি ৩০ লাখ টাকা
★পঞ্চম-অষ্টম (শেষ আট)
১৩৪ কোটি ৪ লাখ টাকা
★নবম-১৬তম (দ্বিতীয় রাউন্ড
১০০ কোটি ৫৩ লাখ টাকা
★১৭-৩২তম (গ্রুপ পর্ব)
৩৩ কোটি ৫১ লাখ টাকা।