
ডেস্ক | শনিবার, ১৩ জুন ২০২০ | প্রিন্ট
গণস্বাস্থ্য ও অন্য দেশের চিকিৎসকদের নিয়ে গঠিত চিকিৎসায় সুস্থতার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। করোনায় আক্রান্ত এই চিকিৎসকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ফুসফুস ও গলার প্রদাহ ছিল তাও ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শনিবার বিকাল ৪টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
ডা. জাফরুল্লাহর চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মামুন মোস্তাফির বক্তব্য তুলে ধরে পোস্টে বলা হয়, ‘জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাছাড়া ফুসফুস ও গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিয়মিত ডায়ালাইসিস, বিশেষায়িত চেস্ট ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলমান। তিনি সকলের দোয়া চেয়েছেন।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে মামুন মোস্তাফি ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৫ মে জানা যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। পরে বিএসএমএমইউর পিসিআর টেস্টেও তার পজিটিভ আসে।
করোনা শনাক্ত হওয়ার পর গত ৪ জুন রাতে ডা. জাফরুল্লাহর শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই রাতে তাকে অক্সিজেন ও লেবুনাইজার দিয়ে রাখা হয়। তার পরদিন সকালের দিকে তিনি কিছুটা ভালোবোধ করেন, তখন তার শ্বাসকষ্ট কম হচ্ছিল। এদিকে তার স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত। তবে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
Posted ৮:০২ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar