অনলাইন ডেস্ক | ০২ জানুয়ারি ২০১৮ | ৯:০৫ অপরাহ্ণ
সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে নারীসহ চার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা যায়, আজ মঙ্গলবার বিকেলে ৫টার দিকে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় কোয়ারির গর্ত থেকে পাথর তোলার সময় চার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরো কয়েকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি দেলোওয়ার হোসেন বলেন, নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ কোয়ারির মালিককে খুঁজছে।
দীর্ঘ দিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে গর্ত করে ঝুঁকিপূর্ণ উপায়ে পাথর উত্তোলনের কারণে শ্রমিকের মৃত্যুর ঘটনা দিন দিন বেড়েই চলছে।