অনলাইন ডেস্ক | ০৮ সেপ্টেম্বর ২০১৭ | ১২:১৪ পূর্বাহ্ণ
জামালপুর জেলায় বৃহস্পতিবার রাত ৮টা ৩৩ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। জেলা সদরসহ ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলায় ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ভূমিকম্পের মাত্রা কয়েক সেকেন্ড স্থায়ী হলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ঘরের মেঝে কেঁপে উঠাসহ আসবাবপত্র নড়াচড়া করতে দেখেন। এ সময় অনেকেই ঘর থেকে বেরিয়ে পড়েন।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড়া গ্রামের জিএম ফাতিউল হাফিজ বাবু জানান, তারা বাড়িতে বসে ভূমিকম্প টের পেয়েছেন। এ সময় তার ঘর কেঁপে উঠে। প্রতিবেশীরাও আতঙ্কে ঘর থেকে রাস্তায়, বাড়ির উঠানে ফাঁকা স্থানে আশ্রয় নেন। সবাই বলাবলি করছিলেন ভূমিকম্প হয়েছে। তবে বকশীগঞ্জ উপজেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির কথা শোনা যায়নি।
ইসলামপুর উপজেলা শহরের বাসিন্দা লিয়াকত হোসাইন লায়ন জানিয়েছেন, ইসলামপুর উপজেলাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাত ৮টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। সেখানে লোকজন আতঙ্কে ঘর থেকে বাইরে এসে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউপি চেয়ারম্যান সেলিম খান জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি এলাকাসহ আশপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এখানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের স্থায়িত্ব কয়েক সেকেন্ড হলে ঘর-দরজা কেঁপে উঠে। ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। দূর থেকে এ সময় আজানের ধ্বনি শুনতে পাওয়া যায়। হিন্দু সম্প্রদায়ের লোকজন উলুধ্বনি দিতে থাকে।
জামালপুরের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্য থেকে এ ভূমিকম্পের উত্পত্তি হয়েছে বলে দেওয়ানগঞ্জের অনেকেই ধারণা করছেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।