
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১১ মে ২০২২ | প্রিন্ট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে আগামী ২৩ মে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২২ মে পর্যন্ত অনলাইনে ক্লাস চলার পর ২৩ মে থেকে সশরীরে ক্লাস শুরু হবে। এই শিক্ষার্থীদের ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং হলের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৯ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের পাঠদান অনলাইনে শুরু হয়। এর মধ্যে গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষদের সভায় ২৩ মে থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদানের সিদ্ধান্ত হয়।
Posted ৩:২৮ অপরাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar