নিজস্ব প্রতিবেদক | ১৩ আগস্ট ২০১৭ | ৯:৩৬ অপরাহ্ণ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিকল্পনামন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম জিয়াউর রহমান ছিল পাকিস্তানের এজেন্ট, সেদিন জিয়াউর রহমান নীল নকশা তৈরী করেছিল। তিনি বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
রবিবার বিকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাতপাড়-রামদিয়া সড়কের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কাজী জাহাঙ্গীর আলম, শেখ ফজলে নাইম, শেখ ফজলে ফাহিম, খাজা নেওয়াজ, দেবদুলাল বিশ্বাস প্রমুখ।