
অগ্রবাণী রিপোর্ট | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | প্রিন্ট
কাশিয়ানী উপজেলার কোন ইউনিয়নে কতোজন সরকারি ত্রাণ পেয়েছেন তার একটি তালিকা কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ তার ফেসবুক আইডিতে তুলে ধরেছেন।
কাশিয়ানীবাসীর জ্ঞাতার্থে আজকের অগ্রবাণীতে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো;
“প্রিয় কাশিয়ানীবাসি,
কাশিয়ানী উপজেলায় গত ১৩.০৪.২০২০ তারিখ পর্যন্ত বিতরনকৃত সরকারি ত্রাণের তথ্য উপস্থাপন করা হলো। ত্রাণ বিতরন প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা হতে উপজেলা পর্যায়ে বরাদ্দ হওয়া মাত্রই তা ইউনিয়ন ভিত্তিক উপবরাদ্দ দিয়ে উক্ত ইউনিয়নের জন্য নিয়োজিত সরকারি কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট চেয়ারম্যানের মাধ্যমে খাদ্য গুদাম থেকে সংগ্রহ করে সরাসরি উপকারভোগীর হাতে পৌছে দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নের অায়তন ও জনসংখা অনুযায়ী উপবরাদ্দ প্রদান করা হয়। সরকারি ত্রাণ বিতরণের এ প্রক্রিয়া চলমান অাছে। পাশাপাশি উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা, সরকারি বিদ্যালয়ের শিক্ষক, ব্যাংক কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে তৈরীকৃত তহবিল ও স্থানীয় পর্যায়ের সুধীজনের প্রদত্ত খাদ্য সহযোগীতা দিয়ে অসহায় – দুস্থ ও যারা ত্রাণ সহযোগীতা নিতে অস্বস্তিবোধ করে, কিন্তু এমুহূর্তে অভাবে অাছে এরকম ৪০০ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবির মাধ্যমে ত্রাণ পৌছে দেয়া হয়েছে। এধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।
জরুরি সেবায় হট লাইন নম্বর- ০১৮৫৩৩৯৯০২২
# জনসেবার জন্য প্রশাসন”
Posted ৬:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |